প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০০:০০
সড়কের উপর অবৈধ দোকান
বাগাদী চৌরাস্তায় তীব্র যানজট ॥ জনদুর্ভোগ লাঘবে উচ্ছেদ জরুরি
চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা বাজারে সড়কের ওপর গড়ে উঠেছে অবৈধ দোকান। এতে করে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। জানা যায়, বাগাদী চৌরাস্তায় পাউবোর সম্পত্তি দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকান। এসব দোকানের কারণে এখানে লেগে থাকে তীব্র যানজট। আর জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এখানে যানবাহন চলাচল করতে গিয়ে যানজটের পাশাপাশি দুর্ঘটনার শিকার হচ্ছে। চৌরাস্তা বাজারে চান্দ্রা-মুন্সীরহাট সড়কের উপরে থাকা দোকানের কারণে একদিক থেকে আসা গাড়িগুলো বিপরীত দিক থেকে আসা গাড়ি দেখতে না পেয়ে মুখোমুখি হয়ে পড়ে। এতে দুর্ঘটনা ঘটে। পাউবোর সম্পত্তি দখল করে দোকান নির্মাণ করা হলেও পাউবো কর্তৃপক্ষ নীরবতা পালন করছে। মনে হচ্ছে প্রভাবশালী মহলের নিকট তারা জিম্মি হয়ে রয়েছে। তা না হলে কেনইবা সম্পত্তি রক্ষার পাশাপাশি দুর্ঘটনার হাত থেকে নিরীহ মানুষকে রক্ষা করার জন্য এগিয়ে আসছে না। এ নিয়ে সচেতন মহলে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে।
এ ব্যাপারে সচেতন ব্যক্তিরা জানান, সড়কের উপরে দোকান নির্মাণ করে সড়ক দখল করে রাখার কারণে যানজটের সৃষ্টি হয়ে থাকে। এমনকি দুর্ঘটনাও ঘটছে। এখান দিয়ে এমপি ও প্রশাসনের লোকজন আসা-যাওয়া করলেও সড়ক দখল করে দোকান নির্মাণ করে রাখার বিষয়টি তাদের নজরে পড়ে না। যদি নজরে পড়তো তাহলে উচ্ছেদ অভিযান দিয়ে দোকানগুলো উঠিয়ে দিতো। জনগণের দুর্ভোগ ও সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্যে প্রশাসনের আশু দৃষ্টি কামনা করছি।
ক’জন সিএনজি অটোরিকশা চালক বলেন, সড়কের উপরে থাকা দোকানের কারণে বিপরীত দিক থেকে আসা গাড়িগুলো দেখতে না পেয়ে মুখোমুখি হয়ে পড়ি। এভাবে দুর্ঘটনা ঘটে থাকে। আল্লায় দোকান না উঠালে বান্দায় উঠাতে পারবে না। আমরা আল্লাহর কাছে বিচার দিয়া রাখলাম।