প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০০:০০
কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের পুনরায় সভাপতি হলেন ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম
মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ জহিরুল ইসলাম। গত রোববার ৩১ মার্চ সকালে বিদ্যালয়ের হলরুমে তাকে সভাপতি হিসেবে ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গাউছুল আজম পাটওয়ারী।
এর পূর্বে নির্বাচিত সদস্যদের মতামতের জন্য জহিরুল ইসলামের নাম সভাপতি পদে প্রস্তাব করেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ বোরহান উদ্দিন ও সমর্থন করেন অভিভাবক সদস্য সোলাইমান মুন্সি। সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় জহিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, নারায়ণপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন প্রধান, যুবলীগ নেতা বিল্লাল হোসেন গাজী, বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওসমান গনি পাটোয়ারী, গিয়াস উদ্দিন মজুমদার ও মানিক মোল্লাসহ বিদ্যালয়ের শিক্ষকরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন, অভিভাবক সদস্য আলমগীর হোসেন, সঞ্জয় চক্রবর্তী, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য অযুফা বেগম, শিক্ষক প্রতিনিধি সৈয়দ আহমেদ ভূঁইয়া, হুমায়ুন কবির, সংরক্ষিত শিক্ষক মহিলা সদস্য রোবেনা পারভীন। নবনির্বাচিত সভাপতিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক সদস্যবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি ইঞ্জিঃ মোঃ জহিরুল ইসলাম দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হওয়ায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।