প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০০:০০
কচুয়ায় জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে ভাংচুর ও গৃহবধূকে মারধরের অভিযোগ
কচুয়ায় জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে ভাংচুর ও গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে কচুয়া পাইলট হাই স্কুল সংলগ্ন কচুয়া-নবাবপুর সড়কের করইশ এলাকার পারুল কাউন্সিলরের বাড়ির পূর্ব পাশে প্রবাসী দুলাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগে দুলাল মিয়ার স্ত্রী হাসিনা আক্তার উল্লেখ করেন, প্রায় একবছর যাবৎ আমার স্বামী দুলাল মিয়ার খরিদকৃত ৯৯নং করইশ মৌজার ২২১৬ খতিয়ানের ১৭৫২ দাগের ১০ শতাংশ সম্পত্তিতে বসতঘর তৈরি করে বসবাস করছি। করইশ গ্রামের হাজী ছিদ্দকুর রহমানের ছেলে মুরাদ হোসেন দলবল নিয়ে প্রতিনিয়ত আমার জায়গা জোরপূর্বক দখল করে আমাকে মারধর ও প্রাণনাশের হুমকি-ধমকি প্রদান করে আসছে। শনিবার বিকেল ৪টার সময় মুরাদ হোসেন দলবল নিয়ে আমার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে রাস্তার পাশের বেড়া ভাংচুর করে এবং আমাকে বাড়ি হতে বের হয়ে যেতে বলে আমাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। আমার স্বামী প্রবাসে থাকায় আমি ছোট ছেলেমেয়ে নিয়ে আতঙ্কে আছি। আমি ও আমার পরিবার বাধা প্রদান করলে আইনশৃঙ্খলার অবনতিসহ খুন-জখম হওয়ার সম্ভাবনা থাকায় আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। শনিবার সন্ধ্যায় হাসিনা আক্তার বাদী হয়ে মুরাদ হোসেনসহ ৬ জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মুরাদ হোসেন জানান, আমার পিতা আমার নামে দুই শতক জায়গা হেবা মুলে রেজিস্ট্রি দিয়েছে। আমি আমার বাবাকে সম্পত্তি না দিলেও তিনি মিথ্যা দলিল সৃষ্টি করে আমার নামের জায়গা অন্যত্র বিক্রি করে দিয়েছে।
কচুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।