রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০০:০০

হাজীদের এটিএমের তথ্য চায় প্রতারক ॥ থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক
হাজীদের এটিএমের তথ্য চায় প্রতারক ॥ থানায় অভিযোগ

চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা মোঃ মিজানুর রহমান। তিনি ২০২৩ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ্ব পালন করেছেন। ওই সময় হজে¦র খরচ শেষে কিছু অর্থ বেঁচে যায়। সেই টাকা ফেরত দেন নিবন্ধিত নম্বরে। কিন্তু প্রতারক চক্র এসব হাজীর মোবাইল নম্বরে ধর্ম মন্ত্রণালয়ের পরিচয় দিয়ে এটিএমের তথ্য চায়।

২৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে এই বিষয়ে প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের জন্যে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন হাজী মোঃ মিজানুর রহমান।

মিজানুর রহমান চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা। তিনি অভিযোগে উল্লেখ করেন, আজ দুপুর ১:২৫ মিনিটের সময় ১৬১১৪৬০৯০৯ নম্বর থেকে এক ব্যক্তি ধর্মমন্ত্রণালয় থেকে কথা বলছেন বলে পরিচয় দেন এবং আমার তথ্য জানতে চান। ওই ব্যক্তির পদ, পরিচয় জানতে চাইলে লাইন কেটে দেন।

তিনি বলেন, আমার সাথে হজে¦ গমন করেছেন ক’জন হাজীর এটিএমণ্ডএর তথ্য জানতে চায় প্রতারক। সরকার আরো টাকা ফেরত দিবে এজন্যে এটিএম সংক্রান্ত তথ্য প্রয়োজন। সকলের কাছে একই নম্বর থেকে কল এসেছে। আমার কাছে এটা প্রতারক চক্রের মোবাইল নম্বর বলে মনে হয়েছে। যে কারণে এই নম্বরটি তথ্য প্রযুক্তির মাধ্যমে নজরে আনার ব্যবস্থাগ্রহণ করতে পুলিশের কাছে অনুরোধ জানিয়েছি।

চাঁদপুর সদর মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইসমাইল জানান, এই ঘটনার অভিযোগ গ্রহণ করা হয়েছে। অফিসার ইনচার্জ পরবর্তী আইনী ব্যবস্থা নিবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়