প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০০:০০
চাঁদপুর পৌর মেয়রের নির্দেশে ভেজাল খাবার বিক্রয় প্রতিরোধে অভিযান
রমজান উপলক্ষে ও ঈদকে সামনে রেখে চাঁদপুর পৌর এলাকার বাসি-পচা খাবার, ভেজাল সেমাই, পানি মেশানো দুধ বিক্রয় প্রতিরোধে পৌরসভার উদ্যোগে একটি মনিটরিং টিম বিশেষ অভিযান শুরু করেছে। ২৮ মার্চ বৃহস্পতিবার চাঁদপুর পৌর এলাকার মিশন রোডে দুধ বিক্রেতা ও ফলের দোকান, পুরাণবাজারের সেমাই কারখানা, ক্যাফে ঝীল ও আবরার হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেজাল মালামাল নষ্ট করে দেয়া হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর বেলায়েত হোসেন রাজু ও কর্মকর্তাবৃন্দ। কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি বলেন, পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের নির্দেশে শুধু রমজান মাসেই নয়, চাঁদপুর পৌর এলাকায় এখন থেকে সবসময় ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার প্রতিরোধে মনিটরিং টিমের অভিযান অব্যাহত থাকবে। এরপর থেকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজালবিরোধী অভিযান আরো জোরদার করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।