রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০০:০০

পৌরসভার ৫নং ওয়ার্ডে আইয়ুব আলী বেপারীর গণসংযোগ

স্টাফ রিপোর্টার ॥
পৌরসভার ৫নং ওয়ার্ডে আইয়ুব আলী বেপারীর গণসংযোগ

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড রঘুনাথপুর এলাকায় গণসংযোগ করেছেন। ২৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে রঘুনাথপুর ওয়াপদা ও তেরিছপুল এলাকায় সেখানকার সর্বস্তরের মানুষের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন চান।

আইয়ুব আলী বেপারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট চাঁদপুর বাস্তবায়নে এবং জননন্দিত সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনির হাতকে শক্তিশালী করতে আমি বদ্ধপরিকর। আমার বিশ্বাস আসন্ন নির্বাচনে জনগণ আমাকে ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করবেন।

তিনি আরো বলেন, বর্তমানে আমি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি, আমি আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি ভাইস চেয়ারম্যান হিসেবে কোনো বরাদ্দ পাই না। এজন্যে তেমন মানুষের সেবা করতে পারিনি। কতটুকু করেছি, আপনারাই ভালো বলতে পারবেন। তাই জনগণের সার্বক্ষণিক সেবা করার জন্যেই আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এজন্যে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে দোয়া চাচ্ছি।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও ভোট দিবেন বলে বিশ্বাস করি। এ সময় পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সাথে ছিলেন।

উল্লেখ্য, আইয়ুব আলী বেপারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতিপূর্বে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন, নেতা-কর্মীসহ তার সমর্থকদের সাথে নিয়ে প্রচারণা অব্যাহত রেখেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়