সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০০:০০

মেঘনায় অবৈধ বাল্কহেড চলাচল বন্ধে অভিযান : আটক ৯

স্টাফ রিপোর্টার ॥
মেঘনায় অবৈধ বাল্কহেড চলাচল বন্ধে অভিযান : আটক ৯

চাঁদপুর মেঘনা নদীতে বালুবাহী অবৈধ বাল্কহেড জাহাজ চলাচল বন্ধে অভিযান পরিচালনা করে ৯ জন সুকানি এবং শ্রমিককে আটক করেছে নৌথানা ও ফাঁড়ি পুলিশ। ২৭ মার্চ বুধবার সকালে মেঘনা নদীর বিভিন্ন স্থানে বাল্কহেডের কাগজপত্র যাচাই করে সার্ভে সনদ ঝুলিয়ে না রাখাসহ রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্য স্থানে উৎকীর্ণ ও সুকানির যোগ্যতা সনদ না থাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুশিল সুপার মোঃ বেলায়েত হোসেন শিকদারসহ নৌপুলিশ সদস্যরা। আটক সুকানি ও শ্রমিকরা হলেন সুকানি হুমায়ুন কবির (৩৬), শ্রমিক মোঃ আবু ছালেক (৪৮), আক্তার হোসেন (৩৫), মোস্তফা মিয়া (৩০), শাকিল আহমেদ (২৫), মোঃ কৈশব (৩০), মোঃ শফিকুল ইসলাম (৩০), মোঃ মহিউদ্দিন (৩৫) ও নাছির উদ্দিন (৫০)।

চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, আটক সুকানি ও শ্রমিকদের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশের বিভিন্ন ধারায় থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন বালা মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল করেছেন। নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোঃ কামরুজ্জামানের নির্দেশে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সদর নৌথানার ওসি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়