প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০০:০০
স্বাধীনতা দিবসে বিএনপির শ্রদ্ধা, র্যালি ও আলোচনা
‘জনগণ এই দুঃশাসন থেকে পরিত্রাণ চায়’
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপি নেতারা। ২৬ মার্চ মঙ্গলবার সকালে ‘অঙ্গীকারে’ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম বলেন, আজকের এ মহান দিবসে আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করি স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যার ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালের এদিনে গোটা জাতি মরণপণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা আরো গভীর শ্রদ্ধা জানাই সকল জাতীয় নেতার প্রতি, যারা দেশ ও জাতির জন্যে অসামান্য অবদান রেখেছেন।
তিনি বলেন, যে উদ্দেশ্য ও আদর্শ নিয়ে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সে আদর্শ আজ অবমূল্যায়নের শিকার। কেননা একদলীয় শাসনে জনগণ নির্যাতিত নিষ্পেষিত এবং দেশের গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার ভুলুণ্ঠিত। পুরো দেশে আজ অবরুদ্ধ ও দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছে। রমজানেও প্রত্যেক দ্রব্যের দাম বাড়ানো হয়েছে। সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে টিকে আছে ক্ষমতায়। জনগণ এই দুঃশাসন থেকে পরিত্রাণ চায়। এজন্যে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শোষিত জনগণকে, সারাদেশের ন্যায় চাঁদপুরবাসীকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরীর পরিচালনায় জেলা বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের র্যালি ও আলোচনা কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম, পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, তাঁতীদলের আহ্বায়ক আলী আহম্মদ সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান লিটন, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজীসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনের আগে বিএনপি নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে র্যালি বের করেন। এ সময় নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে চাঁদপুর শহরের রাজপথ।