প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০০:০০
ট্রেনে কাটা পড়ে পা হারালেন বৃদ্ধা
চাঁদপুর-চট্টগ্রাম আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পথচারী এক বৃদ্ধার পা বিচ্ছিন্ন হয়েছে। রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন তিনি। সোমবার (২৫ মার্চ) রাতে চাঁদপুর শহরের রেলওয়ে বকুলতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী হতদরিদ্র ওই বৃদ্ধার নাম শাহিলা ভানু (৫০)। তাৎক্ষণিক তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয় পথচারীরা। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ হাসান।
আহত বৃদ্ধা শাহিলা ভানু ময়মনসিংহ জেলায় মৃত আব্দুল মালেক মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার রেলওয়ে কাঁচ্চা কলোনিতে বসবাস করে স্থানীয়ভাবে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।
হাসপাতালের কর্মরত চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত উন্নত চিকিৎসার জন্যে বৃদ্ধাকে ঢাকায় রেফার করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।