সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে গণহত্যা দিবসের আলোচনায় আবুল খায়ের পাটওয়ারী

বাঙালির স্বাধীনতা ও স্বাধিকারকে নিশ্চিহ্ন করে দেয়ার নারকীয় পরিকল্পনাই ছিলো অপারেশন সার্চ লাইট

প্রবীর চক্রবর্তী ॥
বাঙালির স্বাধীনতা ও স্বাধিকারকে নিশ্চিহ্ন করে দেয়ার নারকীয় পরিকল্পনাই ছিলো অপারেশন সার্চ লাইট

গতকাল ২৫ মার্চ ফরিদগঞ্জে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সকালে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

প্রধান অতিথি বলেন, একাত্তরের ২৫ মার্চ ভয়াল কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র নিরাপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির ওপর যেভাবে পৈশাচিক হত্যাযজ্ঞ চালিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনা। একটি জনগোষ্ঠীর স্বাধীনতা ও স্বাধিকারের দাবিকে চিরতরে মুছে দিতে এবং বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করে দেয়ার নারকীয় পরিকল্পনা ছিলো অপারেশন সার্চ লাইট। পাকিস্তানি ঘাতকরা কেবল বাংলাদেশের নিরীহ সাধারণ মানুষদেরই হত্যা করেনি তারা একাত্তরের পুরো মুক্তিযুদ্ধকালে আমাদের দেশের জ্ঞানী-গুণী বুদ্ধিজীবীদের হত্যা করেছে।

তিনি আরো বলেন, জাতি হিসেবে বাঙালিদের কোনো রাষ্ট্র ছিলো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্র দিয়েছেন। এখন জাতি হিসেবে বিশ্বের বুকে আমাদের মাথা উচুঁ করে দাঁড়াতে হবে। এর মাধ্যমে বাঙালি জাতিসত্তার বিকাশ ত্বরান্বিত হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন ভৌমিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে মোঃ আলী জিন্নাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্যাহ তপদার।

সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সারোয়ার হোসেন, সফর আলীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রিন্ট-ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়