রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে গণমাধ্যমকর্মীদের নিয়ে উপজেলা যুবলীগ আহ্বায়কের ইফতার মাহফিল

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জে গণমাধ্যমকর্মীদের নিয়ে উপজেলা যুবলীগ আহ্বায়কের ইফতার মাহফিল

ফরিদগঞ্জের গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন। শনিবার ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে আয়োজক আবু সুফিয়ান শাহীন বলেন, রাজনীতির পাশাপাশি আমি নিজেও সংবাদপত্র সেবার সাথে জড়িত। আমি জানি সংবাদকর্মীরা এদেশের মানুষের কল্যাণের জন্য নিজেদের বিলিয়ে দেন। সমাজের দর্পণ হিসেবে তারা সমাজের ভাল-মন্দ সবদিকই তুলে ধরেন বলেই এখনো সমাজ ব্যবস্থা ঠিক রয়েছে। তাই পবিত্র মাহে রমজানের এই সময়ে আমি সংবাদকর্মীদের বিশেষ করে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যকে নিয়ে আমার এই ক্ষুদ্র আয়োজন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আব্দুস ছোবহান লিটন, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ রবি দাস, এসএম ইকবাল হোসেন, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, আইসিটি সম্পাদক গাজী মমিন, পাঠাগার সম্পাদক মাসুম তালুকদার, নির্বাহী সদস্য শিমুল হাছানসহ প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কাজী আরিফ হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়