প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০০:০০
মোহন বাঁশী স্মৃতি সংসদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাদল মজুমদার ॥
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মোহন বাঁশী স্মৃতি সংসদ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে দশটায় হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শতাধিক খুদে শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন চিত্রাঙ্কন প্রতিযোগিতার আহ্বায়ক আলমগীর হোসেন পাটওয়ারী। কারী নূরে আলমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহন বাঁশী স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি অজিত কুমার দত্ত।