প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারীর গণসংযোগ
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীর গণসংযোগ অব্যাহত রয়েছে।
তিনি গতকাল ২৩ মার্চ চাঁদপুর শহরের বাগাদী চৌরাস্তা, বাগাদী ইউনিয়নসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী, দোকান মালিক ও পথচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ব্যাপক গণসংযোগ করেন।
এ সময় আইয়ুব আলী বেপারী বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পরে আমি আমার সদর উপজেলা এলাকায় কাজ করার চেষ্টা করেছি। অনেক সীমাবদ্ধতার মাঝেও নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য কাজ করেছি। আমি স্থানীয় সংসদ সদস্য মাননীয় সমাজকল্যাণমন্ত্রী মহোদয়ের একজন বিশ্বস্ত কর্মী হিসেবে সবসময় আপনাদের পাশে থাকবো। আমি আগামীদিনে চেয়ারম্যান নির্বাচিত হলে আরো বড় আকারে কাজ করার সুযোগ ও বরাদ্দ থাকবে। আমি আপনাদের লোক, আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও ভোট দিবেন বলে বিশ্বাস করি।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সাথে ছিলেন।