প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০০:০০
কচুয়ায় গোহট জনকল্যাণ সংঘের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
কচুয়া উপজেলার রহিমানগরে অবিস্থত গোহট জনকল্যাণ সংঘের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্রের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার গোহট জনকল্যাণ সংঘের নিজস্ব কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার।
সংঘের সভাপতি সাংবাদিক ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে এলাকার ১শ’ ১০টি সুবিধাবঞ্চিত হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়।
বিতরণকালে গোহট জনকল্যাণ সংঘের সিনিয়র সহ-সভাপতি শ্রাবণ কান্তি দাস পিযূষ, আবুল বাসার, সাধারণ সম্পাদক মনতাজ উদ্দিন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব সুমন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, প্রচার সম্পাদক নাছির উদ্দিন, গোহট জনকল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক মাসুদ, কোষাধ্যক্ষ সাহেদ আলম, প্রচার সম্পাদক বিল্লাল হোসেনসহ সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একইদিনে গোহট জনকল্যাণ সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
গোহট জনকল্যাণ সংঘের সভাপতি সাংবাদিক ফরহাদ চৌধুরীর সাংবাদিকদের বলেন, প্রতিবছরের ন্যায় সংঘের উদ্যোগে নিয়মিত এ এলাকার অসহায় দরিদ্রের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, ঈদ পুনর্মিলনী ঈদের দিন দেশের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রে উদযাপন করে আসছি। এছাড়া সুবিধাবঞ্চিত সদস্যদের আর্থিক সহায়তা ও চিকিৎসা সেবা দিয়ে আসছি।