প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০০:০০
চাঁদপুর স্টেডিয়ামে স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন বীর প্রতীক মমিনউল্লাহ পাটোয়ারী একাডেমী ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
২২ মার্চ শুক্রবার বিকেল ৩টায় চারটি দল নিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়। অংশগ্রহণকারী ৪টি বিদ্যালয় হলো : বীর প্রতিক মমিনউল্লাহ পাটওয়ারী একাডেমি, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আক্কাস আলী রেলওয়ে একাডেমি ও পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম, সরকারী অধ্যাপক মাসুদুর রহমান, সহকারী শিক্ষক আসাদুল্লাহসহ অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ।
উদ্বোধনী খেলায় বীর প্রতিক মমিনউল্লাহ পাটওয়ারী একাডেমি ৫-১ গোলে জয়লাভ করে।