প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০০:০০
গনি-আয়েশা ফাউন্ডেশনের শিক্ষা ভাতা প্রদান
চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশন ঘোষিত মাসিক শিক্ষা ভাতার দু’মাসের নগদ টাকার খাম হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে চাঁদপুরস্থ বাবুরহাট সরকারি শিশু পরিবারের প্রশাসনিক ভবনের সামনে মেধাবী শিক্ষার্থী পুরাণবাজার ডিগ্রি কলেজে অনার্স (ইংরেজী) পড়ুয়া শিক্ষার্থী রহিমা আক্তারকে দু’মাসের (মার্চ ও এপ্রিল) শিক্ষা ভাতা প্রদান করা হয়। শিক্ষা ভাতা প্রদানকালে উপস্থিত ছিলেন বাবুরহাট সরকারি শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, গনি-আয়েশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ফয়জুল গনি, রওশন আরা (উপজেলা শিক্ষা অফিসার), হোসনে আরা, (প্রধান শিক্ষক, বিষ্ণুদী আজিমিয়া সপ্রাবি) এবং শিশু পরিবারের কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, ২০২৩ সালের ২১ আগস্ট ফাউন্ডেশন কর্তৃক বাবুরহাট শিশু পরিবার মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনাড়ম্বর অনুষ্ঠানে সংস্থার সম্মানিত সদস্য জাহান আরা (বিথী) শিশু পরিবারের পুরাণবাজার ডিগ্রি কলেজে অনার্স (ইংরেজী) পড়ুয়া শিক্ষার্থী রহিমা আক্তারকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে মাসিক শিক্ষা ভাতা প্রদান করার ঘোষণা দেন। বাবুরহাট শিশু পরিবারের এই প্রথম কোনো নারী শিক্ষার্থী অনার্সে পড়াশোনা করছে।