প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০০:০০
শাহরাস্তিতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা
শাহরাস্তিতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শক লিটন কান্তি দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল রানা তালুকদার প্রমুখ।
উপস্থিত ছিলেন বিচারক, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীবৃন্দ। বিকেল ৪টায় প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শক। প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য বিষয়ে ‘ক’ গ্রুপে মেহের উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির রিউনা তাহরীন, ‘খ’ গ্রুপে সুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির নূর মোহাম্মদ মঞ্জুর কবির ও ‘গ’ গ্রুপে সূচীপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণি বিজ্ঞানের নূরনবী বিজয়ী হয়। বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে ‘ক’ গ্রুপে নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির অর্পিতা রাণী ভৌমিক, ‘খ’ গ্রুপে একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির নুজহাত তানজিম ও ‘গ’ গ্রুপে চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণি মানবিকের মাজহারুল ইসলাম বিজয়ী হয়। দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে ‘ক’ গ্রুপে নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির তাসলিমা নীলিমা, ‘খ’ গ্রুপে একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির পুষ্পিতা পাল ও ‘গ’ গ্রুপে চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণি বিজ্ঞানের ফাহমিদা ইয়াসমিন বিজয়ী হয়। গণিত ও কম্পিউটার বিষয়ে ‘ক’ গ্রুপে রাগৈ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির সিফাত-ই নওশিন আরিহা, ‘খ’ গ্রুপে নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির দীপ্ত পাল ও ‘গ’ গ্রুপে সূচীপাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণি বিজ্ঞানের আর রাফি বিজয়ী হয়। বিশেষ শিশুদের (অটিস্টিক) ক্যাটাগরীতে বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে ‘খ’ গ্রুপে ইছাপুরা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মারুফা আক্তার ও ‘গ’ গ্রুপে মেহার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির জাহিদুল ইসলাম বিজয়ী হয়।