প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০০:০০
উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা
মতলব দক্ষিণে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল মোস্তফা তালুকদারের মোটরসাইকেল শোভাযাত্রা
সারাদেশে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতে মতলব দক্ষিণ উপজেলায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে এই শোভাযাত্রা করেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নারায়ণপুর দক্ষিণ ইউনিয়নের পয়ালি বাজার থেকে শুরু হয় এ শোভাযাত্রা। শোভাযাত্রাটি মতলব বাজার, মুন্সিরহাট বাজার ঘুরে নারায়ণপুর ইউনিয়নে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক তরুণ ও যুবক অংশগ্রহণ করেন।
এদিকে শোভাযাত্রার মাধ্যমে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন। এ সময় তিনি মতলব দক্ষিণ উপজেলার ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করেন এবং উপস্থিত জনতা তাকে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্যে সমর্থন জানান।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, জেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান লিটন, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ডাক্তার নাসির, কবি নজরুল ইসলাম কলেজের সাবেক যুবলীগ নেতা প্রকৌশলী জসিম উদ্দিন মিঠু, নারায়ণপুর ইউনিয়ন মেম্বার গোলাম রাব্বানী, বারেক মেম্বার ও নারায়ণপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি জয়নাল হাজারী, নারায়ণপুর পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল কবির, ইউনিয়ন যুবলীগ সদস্য সাইফুল ইসলাম, মুজিব বকাউল, শরিফুল ইসলাম, রুবেল পাটোয়ারী, দেলু গাজী, রানা কাজী, বাবু কাজী প্রমুখ ব্যক্তিবর্গ।