সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০০:০০

আলমগীর তালুকদার মধুপুর সপ্রাবির সভাপতি নির্বাচিত

ফরহাদ চৌধুরী ॥
আলমগীর তালুকদার মধুপুর সপ্রাবির সভাপতি নির্বাচিত

কাদলা ইউনিয়নের ৫১নং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার। বুধবার সকালে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুপুর মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ শাহজাহান তালুকদার। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজেরা আক্তারের সভাপ্রধানে ও সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নুরুল আজাদ কলেজের সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন তালুকদার, শিক্ষিকা জিলহজ্ব দিলরুবা, ইউপি সদস্য বাবুল প্রধান, পরিচালনা পর্ষদের সদস্য হারুনুর রশিদ বেপারী, অভিভাবক শাহআলম, অভিভাবক মাহবুব মুন্সী, আল-আমিন প্রমুখ। সভায় বিদ্যোৎসাহী সদস্য, অভিভাবক সদস্য, দাতা সদস্য, শিক্ষক প্রতিনিধি, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের পর সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্যে পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নির্বাচিত করেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদারকে।

নবনির্বাচিত সভাপতি মোঃ আলমগীর তালুকদার বলেন, বিদ্যালয়টির শিক্ষাব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা বাস্তবায়নের জন্যে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়