প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জের লতিফগঞ্জ মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি খাজে আহমেদ মজুমদার
ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।
২১ মার্চ বৃহস্পতিবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিংবডির সদ্য সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া মৃত্যুবরণ করায় আগামী ২০১৫ সালের ৩ জুন পর্যন্ত খাজে আহমেদ মজুমদারকে ওই মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
এদিকে খাজে আহমেদ মজুমদারকে লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি নির্বাচিত করায় বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছে।