প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০০:০০
মামলা তদন্তের অগ্রগতি বিষয়ক জেলা পুলিশের পর্যালোচনা সভা
চাঁদপুর জেলা মনিটরিং সেল কর্তৃক মামলা তদন্তের অগ্রগতি সম্পর্কে জেলা পুলিশের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ বৃহস্পতিবার চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় জেলা মনিটরিং সেল কর্তৃক মামলা তদন্তের অগ্রগতি সম্পর্কে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, চাঁদপুর-এর পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়।
সভায় চাঁদপুর জেলার সকল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।