প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে প্রতিবন্ধীর দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত
ফরিদগঞ্জে এক প্রতিবন্ধী যুবকের ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের উত্তর গজারিয়া গ্রামের বরকন্দাজ বাড়ির মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে প্রতিবন্ধী মাসুদ মিয়ার দোকানে ১৯ মার্চ মঙ্গলবার রাতে সংঘটিত এই অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়।
প্রতিবন্ধী মাসুদ জানান, প্রতিদিনের ন্যায় তিনি মঙ্গলবার বাদ আসর দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাতে তারাবিহ নামাজ পড়তে যাওয়ার পর স্থানীয় দু’জন পথচারী কামাল ও শাহ আলম কালির বাজার যাওয়ার পথে মাসুদের দোকানের আগুন দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ির ও আশেপাশের লোকজন এসে পুরুষ-মহিলা সহকারে পানি মেরে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই দোকানে থাকা মালামাল পুড়ে যায়।
প্রতিবন্ধী মাসুদের পিতা মোঃ হোসেন বলেন, আমার ২ ছেলে ১ মেয়ে। আমার ছেলের এই দোকানই তার একমাত্র সম্বল ছিল আয়-রোজগার করার। এখন সে রাস্তায় বসা ছাড়া আর কোনো উপায় নেই।