শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০০:০০

রাতের আঁধারে অনির্বাণ সমাজকল্যাণ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥
রাতের আঁধারে অনির্বাণ সমাজকল্যাণ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর, ডাটিকারা ও লক্ষ্মীপুর গ্রামে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন অনির্বাণ সমাজকল্যাণ ফাউন্ডেশন। গত ১৫ মার্চ শুক্রবার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি শাহিন হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি পাটোয়ারীর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহ্যবাহী মুন্সি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা শহিদুল্লাহ।

ইফতার সামগ্রী বিতরণের কাজ সম্পন্ন করার সময় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, অনির্বাণ সমাজকল্যাণ ফাউন্ডেশনের কার্যনির্বাহী উপদেষ্টা পরিষদের সদস্য রবিউল ইসলাম রবি, ইউরোপ শাখার সিনিয়র সহ-সভাপতি বাকি বিল্লাহ সহ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুজন প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক নয়ন পাটোয়ারী, ফাহাদ হাসান, অর্থ সম্পাদক পারভেজ মারুফ, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ মামুন, ক্রীড়া পরিচালক শিমুল প্রধান, সহ-অর্থ সম্পাদক জিসান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের পরিবারের বাড়ি বাড়ি গিয়ে রাতের আঁধারে ইফতার সামগ্রী পৌঁছে দেন অনির্বাণ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়