শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ২০:২৮

নেদায়ে ইসলাম কমপ্লেক্স পরিদর্শন ও অফিস ভিজিট করলেন নবনিযুক্ত প্রশাসক আবদুল হামিদ

অনলাইন ডেস্ক
নেদায়ে ইসলাম কমপ্লেক্স পরিদর্শন ও অফিস ভিজিট করলেন নবনিযুক্ত প্রশাসক আবদুল হামিদ
ছবি সংগ্রহিত

দেশের স্বনামধন্য আধ্যাত্মিক এবং সেবামূলক সংস্থা নেদায়ে ইসলাম সেবা সংস্থার নবনিযুক্ত প্রশাসক বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের পল্লী সমাজসেবা কার্যক্রমের উপপরিচালক মোঃ আবদুল হামিদ নেদায়ে ইসলাম কমপ্লেক্স পরিদর্শন করেছেন এবং সংস্থার অফিসিয়াল কার্যক্রম ভিজিট করেছেন। ১৪ নভেম্বর বৃহস্পতিবার তিনি মতলব উত্তর উপজেলার ফরাযীকান্দী আল-উয়েসীয়া কমপ্লেক্সে অবস্থিত নেদায়ে ইসলাম সেবা সংস্থাটির অফিসিয়াল কার্যক্রম ভিজিট করেন এবং এতিমখানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সংস্থাটির বিলুপ্তকৃত কমিটির চেয়ারম্যান ও সুপারিন্টেন্ডেন্টসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত না থাকায় প্রশাসক অসন্তোষ প্রকাশ করেন। সংস্থার প্রশাসনিক কর্মকর্তা এবং ক্যাশিয়ার উপস্থিত থাকলেও তারা অফিসিয়াল নানা বিষয়ের সন্তোষজনক তেমন কোনো জবাব দিতে পারেননি এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্যের ডকুমেন্টও দেখতে পারেননি। তাতে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমি যে আজকে এখানে আসবো, অফিসিয়াল ভিজিট করবো তা জানানোর জন্য সংস্থার সাবেক চেয়ারম্যান মাসউদ সাহেবকে বেশ কয়েকবার কল করেছি। কিন্তু তিনি আমার কল একবারও রিসিভ করেননি। এটা আমি মনে করি আমাকে অসহযোগিতা করা। আমাকে সমাজসেবা অধিদপ্তর থেকে এর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সংস্থা নিয়ে যেসব অভিযোগ, অনিয়ম রয়েছে তা খতিয়ে দেখা এবং এসব দূর করে স্থানীয় গণ্যমান্য, শুভাকাঙ্ক্ষী ও সংস্থার সকলের মতামতের ভিত্তিতে একটা কার্যকর, গ্রহণযোগ্য এবং জবাবদিহিমূলক কমিটি গঠন করে দেয়া। যাতে এই সেবামূলক ধর্মীয় সংস্থাটি সুন্দর ও সঠিকভাবে বিতর্কের ঊর্ধ্বে থেকে পরিচালিত হয়। আপনাদের সহযোগিতা নিয়েই আমি এটি করতে চাই। এ জন্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পরে তিনি এতিমখানা এবং কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফরাযীকান্দী উয়েসীয়া শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ আল-আহমাদী রেফায়ী উয়েসী (মাঃজিঃআঃ), হাশিমপুর দরবার শরীফের পীর সাহেব ও হাশিমপুর আহমাদিয়া সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শায়খ আশফাক আহমাদ, ফরাযীকান্দী উয়েসীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আতাউল করিম মুজাহিদ, মাদ্রাসার প্রধান ফকীহ্ মাওলানা সোলায়মান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ, নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ শহীদুল্লাহ, ইমামুত্ব ত্বারীকত শেখ বোরহানুদ্দীন আহমদী রেফায়ী উয়েসী (রঃ)'র দৌহিত্র মাসুক আহমেদ, আশিক আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মতলব উত্তরের সমন্বয়ক মুহাম্মাদ মানিক, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব।

উপস্থিত সকলে নেদায়ে ইসলাম সংস্থা, ফরাযীকান্দী কমপ্লেক্স ইমামুত্ব ত্বারীকতের আদর্শ মতে পরিচালনার জন্যে সকলের সহযোগিতা কামনা করেন এবং দরবার শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব আল্লামা শায়খ সায়্যিদ মোশতাক আহমাদ উয়েসী রেফায়ী হুজুর কেবলার নির্দেশনা মতে পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সবশেষে শেখ বোরহানুদ্দীন (রঃ)'র মাজার জিয়ারত এবং মিলাদ কিয়াম শেষে দোয়া মুনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়