প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ২০:৪৪
'সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাবে'র ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
হাসবে রোগী বাঁচবে প্রাণ, স্বেচ্ছায় করি রক্তদান’ এই স্লোগানে মতলব উত্তর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন 'সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব'-এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ নভেম্বর) উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে পাঁচ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। জানা যায়, স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব’ মতলব উত্তর সংগঠনটি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণীদের নিয়ে গড়ে উঠে। যাদের একমাত্র লক্ষ্য মানবসেবা। একঝাঁক তরুণ-তরুণী ও শিক্ষার্থীর মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত। শিক্ষাজীবনে এমন অসাধারণ চিন্তাভাবনা দেখে তারা গর্বিত। এমন ভালো কিছুর আয়োজন চলতে থাকলে আগামী প্রজন্ম হবে উন্নত দেশের গর্বিত মানুষ। রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্বেচ্ছায় রক্তদানে ‘সংগঠন সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব’ মতলব উত্তর সংগঠনটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্যে রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো। ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের উদ্যোক্তারা বলেন, বর্তমানে যে কোনো কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত নয়। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্যে আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি। আমাদের এই কার্যক্রম গত এক বছর যাবত মতলবের বিভিন্ন জায়গায় করা হয়েছে। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাবের পরিচালক মো. ফাহিম সরকার, সভাপতি মো. ইমন, সাধারণ সম্পাদক এসএ সাহাদাত, সহ-সভাপতি রাসেদ শিকদার, মো. রিফাত সরকার, মো. রানা, সহ-পরিচালক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. হিমেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নিলয়, প্রচার সম্পাদক সায়েম, মো. রোমান সরকারসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ। এছাড়া মতলব উত্তর উপজেলার বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।