প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০০:০০
‘সভাপতির গাড়িতে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, আসামিদের খুঁজছে পুলিশ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি এমআর শামীমের গাড়িতে হামলা এবং হত্যার উদ্দেশ্যে গাড়িতে কেরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা করেছে সন্ত্রাসী বাহিনীরা--এই সংবাদটি ভিত্তিহীন এবং তথ্য নির্ভর নয়। এটা কাল্পনিক গল্পের মতো মিথ্যা সাজানো বক্তব্য।
প্রকৃত ঘটনা হচ্ছে : ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অভিভাবক আবু হাছান হাইকোর্টে মামলা করলে চলতি মাসের ৩ তারিখ (১১-০৩-২৪খ্রিঃ) কমিটি বাতিলের নির্দেশনা দিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এতে ম্যানেজিং কমিটির সভাপতি এম আর শামীম ক্ষিপ্ত হয়ে রোববার দুপুরে ফরক্কাবাদ তার সন্ত্রাস বাহিনী নিয়ে স্কুলে প্রবেশ করেন এবং পূর্বপরিকল্পিতভাবে নিজেরা নিজেরা হট্টগোল সৃষ্টি করে স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হান্নান মিজির বিরুদ্ধে গণমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করে। এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ হান্নান মিজি (মাস্টার)
সাবেক প্রধান শিক্ষক, ফরাক্কাবাদ উচ্চবিদ্যালয়, ফরাক্কবাদ, চাঁদপুর।
জিডি ২০৫/২৪