সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০০:০০

চাঁদপুর সরকারি কলেজে কলেজ-শিক্ষকদের দশ দিনব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণের সমাপ্তি

অনলাইন ডেস্ক
চাঁদপুর সরকারি কলেজে কলেজ-শিক্ষকদের দশ দিনব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণের সমাপ্তি

চাঁদপুরের বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর সরকারি কলেজের আইসিটি ল্যাবে কলেজ শিক্ষকদের দশ দিনব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণের সমাপ্তি ঘটেছে। সিইডিপি, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যৌথ আয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চাঁদপুর জেলার ৬টি কলেজের মোট ৩০জন কলেজ শিক্ষক এতে প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন। দশদিনব্যাপী এই বেসিক আইসিটি প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কিউ এম হাসান শাহারিয়ার, গোলাম রেদওয়ান, মোঃ আরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম নাছির।

সমাপনী অনুষ্ঠানে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান, সিইডিপির ফিন্যান্স অফিসার শামীম সিদ্দিকি ও জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ।

সভাপতির বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনে ও স্মার্ট জনগোষ্ঠী তৈরিতে আইসিটি শিক্ষার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়