সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০০:০০

গাজীপুর মাদরাসার গভর্নিং বডির সভাপতি ড. মাসুম ইকবাল

নূরুল ইসলাম ফরহাদ ॥
গাজীপুর মাদরাসার গভর্নিং বডির সভাপতি ড. মাসুম ইকবাল

ফরিদগঞ্জের পূর্ব গাজীপুরে অবস্থিত গাজীপুর আহম্মদিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল। সম্প্রতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গভর্নিং বডির বর্তমান সভাপতি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া মৃত্যুবরণ করায় তদস্থলে অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালকে গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদ ২০২৫ সালের মে পর্যন্ত সভাপতি হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।

উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালের জন্ম ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামে। তার দাদা মরহুম মুসলিম সওদাগর উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। তার পিতা মোঃ ইদ্রিস মিয়া। ড. মাসুম ইকবাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশাপাশির দেশে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপনার সঙ্গে যুক্ত আছেন। দেশি এবং বিদেশি জার্নালে তার প্রকাশনা সংখ্যা ৫০-এর বেশি। তার সহধর্মিণী ঢাকা মহানগর মহিলা কলেজের অধ্যাপক হিসেবে কর্মরত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়