সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০০:০০

পশ্চিম সকদীতে পুরানো কোরআন শরীফ পোড়ানোর অভিযোগ

সোহাঈদ খান জিয়া ॥
পশ্চিম সকদীতে পুরানো কোরআন শরীফ পোড়ানোর অভিযোগ

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের গোলাপ খান বাড়ি জামে মসজিদের পুরানো পরিত্যক্ত কোরআন শরিফ আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় তোলপাড় দেখা দিয়েছে।

জানা যায়, ১৬ মার্চ বিকেলে গোলাপ খান বাড়ির জামে মসজিদের ইমাম মোঃ হাসান খান পরিত্যক্ত বহু পুরানো কোরআন শরীফ আগুনে পুড়িয়ে নদীতে ফেলে দেন। এ নিয়ে এলাকায় তোলপাড় দেখা দেয়। সরজমিনে গিয়ে জানা যায়, মসজিদের ইমাম বহু পুরানো কোরআন শরিফ পুড়িয়ে নদীতে ফেলে দিয়েছেন। এ নিয়ে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে উঠেন। এ ব্যাপারে মসজিদের ইমাম মোঃ হাসান খান বলেন, পুরানো কাগজপত্র, রেয়াল, অনেক পুরানো পরিত্যক্ত পোকায় খাওয়া কোরআন শরিফ ২/৩ জন মুফতির সাথে কথা বলে আগুনে পুড়িয়ে নদীতে ছাই ফেলে দেই। মুফতিদের পরামর্শ নিয়ে পোড়ানো হয়েছে। এ ব্যাপারে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাজির খান ও ক্যাশিয়ার ইসহাক খান বলেন, মসজিদের নির্মাণ কাজ চলে আসছে। পুরানো কাগজপত্র, কার্টুন, রেয়াল আগুনে পোড়ানো হয়েছে। হয়তো ১/২টা কায়দা বা আমপারা থাকতে পারে। কোরআন শরিফ পোড়াতে আমরা দেখি নি।

মসজিদের মুসল্লি নূরুল ইসলাম, হাবিবুর রহমান ও রহমান খান বলেন, কোরআন শরিফ পোড়াতে আমরা দেখি না। পুরানো কাগজপত্র, রেয়াল ও কার্টুন পোড়ানোর কথা জানি।

স্থানীয় লোকজন বলেন, শুনেছি কোরআন শরিফ নাকি পোড়ানো হয়েছে। কিন্তু আমরা দেখি না। শুনেছি পুরানো কাগজপত্র, রেয়াল ও কার্টুন পোড়ানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়