প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ফরিদগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার লঙ্ঘন, আমদানিকারকের লেভেল ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ছাড়া ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে পণ্য বিক্রির দায়ে এ জরিমানা করা হয়। ১৬ মার্চ শনিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, ফরিদগঞ্জের চান্দ্রা বাজারে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে রিপন মেডিকেল হলকে ৫ হাজার, নিবারণ মেডিকেল হলকে ৮ হাজার, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে অবৈধ উপায়ে ইফতার সামগ্রী তৈরি ও সংরক্ষণের দায়ে আবুল হোসেনকে ১ হাজার, মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে মুজাফফর স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন ফরিদগঞ্জ উপজেলা সদরে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে অবৈধ উপায়ে ইফতার সামগ্রী তৈরি ও সংরক্ষণের দায়ে ওয়ান স্টার হোটেলকে ১৫ হাজার, শাহী হোটেলকে ৫ হাজার, মূল্য তালিকা প্রদর্শন না করায় মাসুদ ফল বিতানকে ২ হাজার, ইব্রাহিম ফল বিতানকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৮ প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।