প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০০:০০
রাজারগাঁও নবনির্বাচিত চেয়ারম্যানকে ইউপি সদস্যদের ফুলেল শুভেচ্ছা
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে মোঃ মফিজুর রহমান অংশগ্রহণমূলক ও জনগণের নিরপেক্ষ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রাজারগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব এবং ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য গত ১৭ মার্চ বিকেলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ও সৌজন্য সাক্ষাৎ করেন। ফুলেল শুভেচ্ছা শেষে নবনির্বাচিত চেয়ারম্যান ইফতারের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর কাজী, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নাছির উল্লাহ শেখ, ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান, মোঃ আলমগীর আলম, মোঃ ইমাম হোসেন, জামাল খান, মোঃ আবুল খায়ের, শাহাদাত, মোঃ ইকবাল হোসেন, মোঃ আব্দুল জলিল, মোসাঃ আক্তার জাহান, নাজমা বেগম, খাদিজা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।