সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০০:০০

ফরক্কাবাদ হাইস্কুলের সভাপতির গাড়িতে আগুন দেয়ার চেষ্টা ॥ দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার ॥
ফরক্কাবাদ হাইস্কুলের সভাপতির গাড়িতে আগুন দেয়ার চেষ্টা ॥ দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি এম আর শামীমের গাড়িতে হামলা এবং হত্যার উদ্দেশ্যে গাড়িতে কেরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। ১৭ মার্চ রোববার দুপুরে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ রেজ্যুলেশন স্কুলের কেরানী কালাম মিয়াসহ কুচক্রী মহল গায়েব করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভা চলাকালীন এলাকার কেন্দ্রীয় এক নেতার প্ররোচনায় ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হান্নান মিজির নির্দেশনা মোতাবেক আগে থেকেই সভাপতি এমআর শামীমের গাড়িতে কেরোসিন ঢেলে আগুন এবং মারামারি করার জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রস্তুত হন।

সভা শেষে বিদ্যালয়ের সভাপতি এমআর শামীম গাড়িতে উঠলে হান্নান মিজির ভাগিনা ইব্রাহিম, মাসুম এবং ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীসহ গাড়িতে কেরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে। আগুনে ব্যর্থ হয়ে গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সভাপতি এমআর শামীম এবং গাড়ির ড্রাইভার ইমাম হোসেনের উপর হামলা চালায়।

বিদ্যালয়ের সভাপতি এমআর শামীম জানান, স্কুলের গুরুত্বপূর্ণ রেজ্যুলেশন গায়েবের বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মিটিং শেষে গাড়িতে উঠলে হান্নান মিজির নির্দেশে তার ভাগিনা দুইজন এবং ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করে। এরপর আমার গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে হান্নান মিজির নির্দেশ অনুযায়ী দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায় হান্নান মিজির ভাগিনা দুইজনসহ সন্ত্রাসী বাহিনী। তিনি আরও বলেন, আমি এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছি।

ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম খান বলেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হান্নান মিজির নির্দেশ অনুযায়ী তার দুই ভাগিনা এবং হান্নান মিজির ভাড়া করা সন্ত্রাসী বাহিনী দিয়ে সভাপতি মহোদয়ের গাড়িতে এবং সভাপতির উপর হামলা চালায়। আমরা সঠিক বিচার দাবি করছি।

ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস মিয়া জানান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির শান্তিপূর্ণ সভা চলছিলো। হান্নান মিজির নির্দেশে হান্নান মিজির ভাগিনারাসহ সন্ত্রাসী বাহিনী সভাপতি মহোদয় ও দাতা সদস্য অধ্যক্ষ ড. মোহাম্মদ হাসান খানের উপর হামলা চালায়। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ মুহসীন জানান, ঘটনার খবর পেয়ে থানা পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। বিদ্যালয় সভাপতি এমআর শামীম থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোস্তাফা মোহাম্মদ পিয়াল জানান, ৮ জন আসামী এবং ১৫/২০ জন অজ্ঞাত আসামী দিয়ে বাদী ম্যানেজিং কমিটির সভাপতি এমআর শামীম মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত ভার পেয়ে আসামীদের আটক করতে অভিযান চালিয়ে এখনো পর্যন্ত কাউকেই আটক করা সম্ভব হয়নি। আসামীদের আটক করার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, মামলার ১নং আসামী স্কুলের কেরানী কালাম মিয়াকে আটক করার অভিযান চালিয়ে তার নিজ বসতঘর তল্লাশি করে স্কুলের গায়েবকৃত গুরুত্বপূর্ণ রেজ্যুলেশন ও নোটিশ উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়