সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০০:০০

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে

--------আবুল খায়ের পাটওয়ারী

প্রবীর চক্রবর্তী ॥
বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদগঞ্জে শ্রদ্ধাঞ্জলি, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৭ মার্চ সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এছাড়া পৌরসভা ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে র‌্যালি করে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

র‌্যালি শেষে পৌর মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী মজুমদার, পৌর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুস সামাদ, পৌর কাউন্সিলর জাহিদ হোসেন, খোতেজা বেগম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে উপজেলা মসজিদের ইমাম মাওঃ ইউনুছ হোসেন মিলাদ ও দোয়া পরিচালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব বেশি ভালবাসতেন। তাই ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর জাতির পিতার জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেন। ১৫ আগস্টে জাতির পিতাকে সপরিবারে হত্যার পর ষড়যন্ত্রকারীরা ভেবেছিল আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে। কিন্তু তার বেঁচে যাওয়া দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা জীবিত আছেন এ কথা তারা ভুলেই গেছে। ফলে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা দেশে ফিরে এসে আজ দেশকে নেতৃত্ব দিচ্ছেন। অভূতপূর্ব উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলছেন। আমাদের সকলের কর্তব্য জাতির পিতার জীবন চরিত পাঠ করা, তা অনুসরণ করা এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তার স্বপ্নকে বাস্তবায়ন করা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়