প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০০:০০
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা
বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ সকালে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের নেতৃত্বাধীন চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতা-কর্মীরা চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে উপস্থিত হন এবং সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন তারা।