সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০০:০০

পূর্ণয়ের আয়োজনে মাসব্যাপী ব্যতিক্রমী ইফতার আয়োজন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
পূর্ণয়ের আয়োজনে মাসব্যাপী ব্যতিক্রমী ইফতার আয়োজন

স্কুল-কলেজের শিক্ষার্থীদের সামাজিক সংগঠন পূর্ণয়-এর উদ্যোগে চাঁদপুর শহরে ব্যতিক্রম ইফতারের আয়োজন করা হয়েছে। ইফতার বিতরণ না করে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা। আর এ আয়োজন নিম্ন আয়ের এবং ছিন্নমূল মানুষের জন্যে। চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় এবং চাঁদপুর প্রেসক্লাব মাঠে সাধারণ মানুষকে নিয়ে পুরো রমজান মাসব্যাপী এ ইফতারের আয়োজন করা হয়। এখানে সবাই একসাথে বসে তৃপ্তি সহকারে ইফতার গ্রহণ করেন। এমন আয়োজনে খুশি ইফতার গ্রহণকারী নিম্ন আয়ের রিকশাচালক ও ভাসমান ছিন্নমূল মানুষেরা।

আয়োজকদের থেকে জানা যায়, পূর্ণয়ের নারী স্বেচ্ছাসেবকরা ঘরে নিজেরাই ইফতার তৈরি করেন, পরে ইফতারের পূর্ব মুহূর্তে পুরুষ স্বেচ্ছাসেবকরা সেই ইফতার চাঁদপুর শহরের হাসান আলী সরকারি হাই স্কুল মাঠে এবং প্রেসক্লাব মাঠে নিয়ে সবাইকে একসাথে বসিয়ে বিতরণ করেন। আয়োজকরাও তাদের সাথে একসাথে ইফতার গ্রহণ করেন।

পূর্ণয়ের সভাপতি সিয়াম পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আনাস ইবনে আলমগীর জানান, প্রত্যেকদিন শতাধিক মানুষের জন্যে ইফতারের আয়োজন হয়। আর ইফতার বিতরণ না করে সবাইকে বসিয়ে খাওয়ানো হয়। পূর্ণয়ের এমন আয়োজনে তাদের প্রশংসা করেছেন অনেকে। শনিবার চাঁদপুর প্রেসক্লাব মাঠে এমন আয়োজনে অংশ নেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনিও এমন আয়োজনের প্রশংসা করেন। এর আগেও পূর্ণয় ব্যতিক্রম কিছু আয়োজন করেছে, যার মধ্যে অন্যতম পুঁথি সরণি। যেখানে ৫ হাজারের মতো বই দশ টাকার বিনিময়ে শহরবাসীকে উপহার দেয়া হয়েছে। এছাড়াও বৃক্ষ বিলাস, প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ করা করেছে। পুরো রমজান মাস জুড়ে এই আয়োজন পরিচালনা করতে শহরবাসীর কাছে সহযোগিতা কামনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়