প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০০:০০
মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ সমিতির ইফতার মাহফিল
চাঁদপুরে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ রমজান শনিবার রেডচিলি রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা আহ্বায়ক মাওঃ কাজী আব্দুর রউফের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওঃ আবুল কালাম আযাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেকনিক্যাল স্কুলের সিনিয়র শিক্ষক এবিএম এনায়েত উল্লাহ। আরো বক্তব্য রাখেন হামিম জাকির হোসাইন, মোহাম্মদ হোসাইন, মাওঃ মানছুর আহমদ, মাওঃ ইসমাইল, জাহাঙ্গীর হোসাইন, মাওঃ ফিরোজ মামুন, মাওঃ ওয়াহিদুল ইসলাম, মাওঃ কবির আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, রমজানের পবিত্র মাসে আমাদের পেশাগত মানোন্নয়নে এই ইফতার মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র-ছাত্রীদের ইসলামের মৌলিক বিষয়গুলো পালনে নতুন কারিকুলামে বর্ণিত কার্যক্রমগুলো পালন করা যেতে পারে।