প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে বাবার দোকান থেকে বেরিয়ে সন্তান নিখোঁজ!
হাজীগঞ্জে বাবার দোকান থেকে আবু নছর আশ্রাফি (স্বাধীন) নামের ১২ বছর বয়সের এক ছেলে নিখোঁজ হয়েছে। স্বাধীন হচ্ছে হাজীগঞ্জ মধ্য বাজারস্থ হাজীগঞ্জ ডিজিটাল প্রিন্ট সেন্টারের স্বত্বাধিকারী ইসমাঈল আকবরের ছেলে ও বাকিলা ইউনিয়নের দক্ষিণ সন্না গ্রামের বলাই বাবুর বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা।
ইসমাইল আকবর জানান, স্বাধীন পড়ালেখায় অমনোযোগী হওয়ার কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসতো। রমজানের আগের দিন ১১ মার্চ তার দুই সহপাঠী আসে দোকানে। তারা তিনজন সেদিন রাতে সহপাঠী জাহিদুলের খালার বাড়িতে চলে যায়। পরের দিন প্রথম রমজানের দিন জাহিদুলের বাবা তিনজনকে নিয়ে আসে মাদ্রাসার উদ্দেশ্যে। এ সময় জাহিদুলের বাবা আমার ছেলে আবু নছর আশ্রাফি (স্বাধীন)কে দাঁড় করিয়ে একটি কাজ করাবস্থায় সেখান থেকে স্বাধীন সটকে পড়ে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, আমার ছেলেটির গায়ের রং শ্যামলা আর উচ্চতা ৫৪ ইঞ্চি প্রায়। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি খোঁজ পেয়ে থাকেন তাহলে নিম্ন নম্বরে ০১৯৭৬১১০০৩৫ যোগাযোগ করলে চিরকৃতজ্ঞ থাকবো।
তিনি আরো জানান, এই কয়েক দিন সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেছি, কোনো হদিস পাইনি ছেলের। এখন থানায় নিখোঁজ ডায়েরি করবো।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, এমন বিষয়ে কেউ আমাদেরকে জানায়নি। তবে ছেলেটির পরিবার আসলে তাদেরকে পূর্ণাঙ্গভাবে আইনি সহযোগিতা করা হবে।