প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
সিংআড্ডা উবির সভাপতি পদে মাহবুব আলম পুনঃনির্বাচিত
সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে তৃতীয়বারের মতো কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মাহবুব আলমকে নির্বাচিত করা হয়েছে। গত ২১ জানুয়ারি সোমবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক প্রেরিত এক প্রজ্ঞাপনে প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ (১) ধারা অনুসারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি পদে মোঃ মাহবুব আলমকে নির্বাচিত করা হয়। কমিটির অন্যরা হচ্ছেন : পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র, জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ কামাল হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য ইদ্রিস পাঠান। ইতিপূর্বে মোঃ মাহবুব আলম ওই বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদে দুবার সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
এক প্রতিক্রিয়ায় মোঃ মাহবুব আলম বলেন, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার প্রসারে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা যথাযথভাবে পালনে আমি চেষ্টা করবো। আমাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় ড. সেলিম মাহমুদ এমপি মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।