প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
দিপু চৌধুরী মেমোরিয়াল ও গাজীপুর রেম্বো ক্লাবের উদ্বোধন ও মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ও মতলব উত্তর-দক্ষিণ যুবসমাজের আইকন প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরীর নামে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে দিপু চৌধুরী মেমোরিয়াল ও গাজীপুর রেম্বো ক্লাবের উদ্বোধন এবং টিভি কাপ নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত দিপু চৌধুরীর উত্তরাধিকারী বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি।
দিপু চৌধুরী মেমোরিয়াল ও গাজীপুর রেম্বো ক্লাবের সভাপতি ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মানিক হোসেন মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সদস্য রেদোয়ান খন্দকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আলাউদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান কাজল, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম বাবু, ইকবাল হোসেন বাগ, সোহেল রানা ও রনি প্রধান।