প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০
শীতার্তদের মাঝে এম আলিফ ফাউন্ডেশনের কম্বল বিতরণ
চাঁদপুরে মোহাম্মদ আলী ফ্যামেলি ফাউন্ডেশন (এম আলিফ)-এর পক্ষ থেকে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এসব কম্বল চাঁদপুর প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা ও প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার নেতৃবৃন্দের কাছে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এ সময় ফাউন্ডেশনের সভাপতি আলম পলাশসহ অন্যরা উপস্থিত ছিলেন।