প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের কম্বল বিতরণ
চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২০ জানুয়ারি শনিবার বিকেলে চাঁদপুর শহরের বকুলতলা রোডস্থ রেলওয়ে শিশু বিদ্যালয়ে কম্বল বিতরণের আয়োজন করা হয়।
ক্লাবটি প্রতি বছর শীত মৌসুমে এই আয়োজনটি করে থাকে। এই তীব্র শীতে বকুলতলা এলাকার এবং স্কুলের গরিব শিক্ষার্থী এবং বয়স্কদের কম্বল দেয়া হয়।
ক্লাবের সভাপতি মিতু আক্তারের সভাপতিত্বে কম্বল বিতরণে অংশ নেন ক্লাবের সাবেক সভাপতি মাহমুদা খানম, তাসনুভা রহমান তন্বী, তাসলিমা সুলতানা মুন্নী, ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার, সেক্রেটারী আফরোজা পারভীন, ট্রেজারার নাছরিন আক্তার, আইএসও ফাহমিদা খানম, সদস্য রুবিনা মরিয়ম, খোদেজা বেগম, প্রীতি সাহা, জান্নাতুল ফেরদৌস, মঞ্জু ঘোষসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।