প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০
আজ জেলা পূজা উদযাপন পরিষদের মানববন্ধন
সদ্য সম্পন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর দেশের বিভিন্ন স্থানে সহিংস পরিস্থিতির প্রতিবাদে আজ দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি। তারই ধারাবাহিকতায় আজ বিকেল ৪টায় চাঁদপুর শহরের শপথ চত্বরে অনুষ্ঠিত হবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। সমাবেশে সনাতন ধর্মাবলম্বী সকল নারী-পুরুষসহ অসাম্প্রদায়িক ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।