বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০

উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪

হাজীগঞ্জে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিলেন আহসান হাবীব অরুণ

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিলেন আহসান হাবীব অরুণ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব আহসান হাবীব অরুণ। হাজীগঞ্জ পৌর এলকার মকিমাবাদ গ্রামের সন্তান আলহাজ্ব আহসান হাবীব অরুণ গত শুক্রবার বাদ আসর বিয়ে বাড়ি নামের একটি কমিউনিটি সেন্টারে জনাকীর্ণ হলরুমে এই প্রার্থিতা ঘোষণা করেন।

এই সময় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ ছাড়াও প্রায় অর্ধশত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচনে প্রার্থিতা ঘোষণার পাশাপাশি তিনি নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বলেও জানান। তিনি বলেন, আমি ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগে যুক্ত হই। সেই থেকে আমার এই ৬০ বছর বয়স পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আমাদের সফল সংসদ সদস্য মাননীয় মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তমের পাশে থেকে রাজনীতি করেছি। আওয়ামী লীগের রাজনীতির আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হইনি। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার রক্তে আওয়ামী লীগ মিশে আছে।

উল্লেখ্য, আলহাজ্ব আহসান হাবীব অরুণ হাজীগঞ্জ মৈত্রী শিশু উদ্যান ও জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা, সুহিলপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, হাজীগঞ্জ উপজেলা বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতিসহ একাধিক মসজিদণ্ডমাদ্রাসার সভাপতি পদে রয়েছেন। এছাড়া তিনি একাধিকবার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়