প্রকাশ : ২৬ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীর অক্সিজেন সাপোর্ট দিতে দেশের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ শেখ হারুন অর রশিদ পুরাণবাজার জাফরাবাদ ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া এমদাদিয়া দাওরায় হাদীস মাদ্রাসায় ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। ২৫ আগস্ট মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা জাফর আহমদের নিকট অক্সিজেন সিলিন্ডারগুলো পৌঁছে দেন।
জানা যায়, যেসব মানুষ করোনার উপসর্গ নিয়ে বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন তাদের বিনামূল্যে অক্সিজেন সাপোর্ট দিতে তাঁর এ উদ্যোগ। আলহাজ হারুন-অর-রশিদ এ মাদ্রাসারই সভাপতি। তিনি বন্দর স্টিল লিমিটেডের ডিরেক্টর এবং বিক্রমপুর রি-রোলিং মিলস্, এসকেএইচ বন্দর রিয়েল এস্টেট ও আর রশিদ স্টীল ইন্ডাস্ট্রিজ লিঃ ঢাকার চেয়ারম্যান। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার পুরাণবাজারস্থ দোকানঘর এলাকার জাফরাবাদে।