প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
হাজীগঞ্জের শাকিল রামগঞ্জে বিদেশি পিস্তলসহ আটক
হাজীগঞ্জের ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা গ্রামের শাকিল (২৫) লক্ষ্মীপুরে গিয়ে বিদেশি পিস্তল বিক্রিকালে হাতেনাতে পুলিশের হাতে আটক হয়েছে। সে ওই গ্রামের গাজী বাড়ির জাহাঙ্গীর হোসেনের ছেলে। একই সাথে তার সহযোগী ফরহাদ হোসেন ফাহিম (২৩)কে আটক করা হয়। রামগঞ্জ থানা পুলিশ তাদেরকে আটক করে। সে রামগঞ্জ উপজেলার ৮নং ওয়ার্ডের মৃত দুলালের ছেলে। গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরমণ্ডল গ্রাম থেকে তাদেরকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, আটক ফাহিম অস্ত্র বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থল আসে। শাকিল অস্ত্রটি বিক্রি করিয়ে দেবে বলে তাকে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞসাবাদে তারা বিষয়টি জানিয়েছে। অস্ত্রটির মূল্য ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে আটক যুবকরা ঘটনাস্থল আসে। তাদেরকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছে। পরের দিন তাদেরকে আদালতে তোলা হলে আদালত তাদের দুজনকে জেলহাজতে প্রেরণ করে।
শাকিলের ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আহসান হাবীব জানান, শাকিলের পুরো পরিবার মাদক বিক্রি করে। কিন্তু কবে কীভাবে সে এ ব্যবসায় জড়িত হলো তা এলাকার কেউ জানতো না।
বিদেশি পিস্তলসহ শাকিলের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ।