বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে ব্যক্তিগত বিরোধের জেরে দোকানঘরে হামলার অভিযোগ

শামীম হাসান ॥
ফরিদগঞ্জে ব্যক্তিগত বিরোধের জেরে দোকানঘরে হামলার অভিযোগ

ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের বেপারী বাড়ির সম্মুখস্থ একটি মুদি দোকানে ব্যক্তিগত বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে জসিম (৩০)-এর বিরদ্ধে। বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে প্রথমে সিসি ক্যামেরার সাথে সংযুক্ত থাকা বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার পর দোকানে হামলার কথা জানান দোকান মালিক ভুক্তভোগী আব্বাস উদ্দিন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি আরো বলেন, বেশ ক’দিন আগে আমার দোকানে থাকা কমর্চারীকে মারধর করে জসিমের ভাই জুবরান। গতকাল রাতে বিষয়টিকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় এবং দিবাগত রাতে হামলার প্রমাণ যেনো না থাকে সেজন্যে প্রথমে সিসি ক্যামেরার সাথে সংযুক্ত কারেন্টের লাইন কাটে এবং পরে অস্ত্র দিয়ে দোকানের শার্টার কুপিয়ে রেখে যায়।

ভুক্তভোগী আব্বাস উদ্দিনের ভাই শাহজাহান জানান, গতকাল রাতের কথা কাটাকাটির ঘটনা সমাধানের জন্যে চেষ্টা করেছি, এমনকি আমি জসিমের পা ধরা বাকি ছিলো। সমস্যাটি সমাধানের জন্যে সব রকম চেষ্টা করার পরও সে কারো কথা না শুনে গভীর রাতে দোকানে হামলা করে।

ঘটনাস্থলে কথা হয় অভিযুক্ত জসিমের মা পারভিন বেগমের সাথে। এ সময় স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্যে তিনি সকলের কাছে আহ্বান জানান।

অভিযুক্ত জসিমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যে, আমি এমন কিছুই করিনি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন টিপু জানান, আমাকে আব্বাস বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি সমাধানের জন্যে আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

এ বিষয়ে ১৪নং ইউনিয়নের দায়িত্বে থাকা ফরিদগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর খোকন দাস বলেন, মৌখিক অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি, ভুক্তভোগীকে থানায় অভিযোগ করার জন্যে বলেছি। অভিযোগ করলে তার আলোকে ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়