প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
অবশেষে ফরিদগঞ্জে রোমানের হস্তক্ষেপে গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন কাজ চলছে
দীর্ঘ প্রতিক্ষার প্রহর অবশেষে ফরিদগঞ্জ উপজেলাধীন গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরভাগল গ্রামসহ পার্শ্ববর্তী কয়েকটি এলাকা ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চররাঘব রায়ের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ প্রধান সড়কটির উন্নয়নের কাজ চলছে। সরকারের ৯২ লক্ষ টাকা ব্যয়ে চলমান কাজের গুণগত মান তদারকির অংশ হিসেবে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ওই সড়কটির কাজ পরিদর্শনে যান জনপ্রতিনিধি, সুধীজন ও প্রকল্প বাস্তবায়ন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীগণ।
সরজমিনে গেলে স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ ওই সড়কটি দিয়ে চলাচলকারী হাজারো মানুষের দুর্ভোগ পোহাতে হতো। সড়কটির উন্নয়নের জন্য পথচারী ও স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সংশ্লিষ্ট বিভাগসহ জনপ্রতিনিধিদের প্রতি। বিষয়টি দৃষ্টিগোচর হলে গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন কাজের জন্যে প্রস্তুতি গ্রহণ করে সংশ্লিষ্ট বিভাগ। তারই ধারাবাহিকতায় সড়কটির উন্নয়ন কর্মযজ্ঞ চলমান রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের আন্তরিকতা ও স্থানীয়দের সহায়তা পেলে দ্রুত সময়ের মধ্যে সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগ।
তথ্যনুসন্ধানে জানা যায়, গত কমাস পূর্বে চররাঘব রায় গ্রামের আবুল বাশারের মেয়ে বৈশাখীর বিয়েনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হন উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এ সময় ওই গ্রামের বেশ ক’জন বাসিন্দা সড়কটির দুর্ভোগের বিষয়টি জানিয়ে উন্নয়নের স্বার্থে জাহিদুল ইসলাম রোমানের দৃষ্টি কামনা করেন। এরপর থেকেই সড়কটির উন্নয়ন কাজের জন্যে নানা প্রস্তুতি চোখে ধরা দেয় স্থানীয়দের।
পথচারী সাবেক সরকারি কর্মকর্তা আব্দুল কুদ্দুস (৬৫), চরভাগল গ্রামের বাসিন্দা মহসিন (৬০) ও সুমন (৭০)সহ বেশ কয়েকজন জানান, এ সড়ক দিয়ে চলাচলের সময় অনেকেই অসুস্থ ও সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। প্রায় দীর্ঘ ৫০ বছর যাবত ভোটের পূর্ব মুহূর্তে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভাগের লোকজন প্রতিশ্রুতি দিলেও সড়কটির উন্নয়ন কাজের উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমাদের অনেক স্বপ্ন ছিলো সড়কটির একদিন উন্নয়ন হবে। অবশেষে সাবেক চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের হস্তক্ষেপে লণ্ডভণ্ড রাস্তাটির উন্নয়ন চলছে। সেই উন্নয়ন কাজ চলমান হওয়ায় সড়ক দিয়ে চলাচলের নতুন আশা খুঁজে পেয়েছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, তৎসময়ের উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের প্রস্তাবে চরভাগল থেকে চররাঘব রায় পর্যন্ত ওই সড়কটির উন্নয়নের জন্য ৯২ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এদিকে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সড়কের চলমান কাজের তদারিকর অংশ হিসেবে পরিদর্শন করেন উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ, স্থানীয় বাসিন্দা মনির হোসেন প্রমুখ।