প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
বিএসটিআই’র মোবাইল কোর্ট
বিসিকের আরিয়ান ফুডের জরিমানা
গতকাল ১৭ জানুয়ারি চাঁদপুর সদর উপজেলায় বিএসটিআইর মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। উক্ত মোবাইল কোর্টে বাবুরহাট বিসিকে আরিয়ান ফুড প্রোডাক্টস্ নামক প্রতিষ্ঠানটিতে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে সস উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করায় ৯৫০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ জাকারিয়া হোসেন এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ, পরিদর্শক (মেট্রোলজি)। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।