প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
অসহায় ও ছিন্নমূল শীতার্তদের কম্বল দিলেন জেলা ছাত্রলীগ সভাপতি জহির
প্রচণ্ড বাতাস ও কনকনে শীতে বিপাকে রয়েছে চাঁদপুর জেলা শহরের অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে অনেকেই তীব্র শীতে মানবেতর জীবনযাপন করছে। শীতার্ত মানুষের কথা চিন্তা করে নিজের সামর্থ্য থেকে মঙ্গলবার রাত ১১টা থেকে ১টা পর্যন্ত শহরের কালীবাড়ি রেলওয়ে স্টেশন, বড় স্টেশন, নৌকায় রাত্রীযাপন করা মাঝিসহ অসহায়-দুঃস্থ ছিন্নমূল মানুষদের খুঁজে খুঁজে কম্বল বিতরণ করেন চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জহির উদ্দিন।
জহির উদ্দিন জানান, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়।