বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

১৮ ও ১৯ জানুয়ারি ইসলামপুর দরবার শরীফের ৮০তম ইছালে ছাওয়াব

এমরান হোসেন লিটন ॥
১৮ ও ১৯ জানুয়ারি ইসলামপুর দরবার শরীফের ৮০তম ইছালে ছাওয়াব

ফুরফুরা শরীফের পীরে কামিল, মুজাদ্দিদে জামান, শাহছুফি আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আবু বক্কর ছিদ্দিকি আল কুরাইশী (রহঃ)-এর সুযোগ্য খলিফাদ্বয় পীরে কামিল আলহাজ্ব হযরত মাওলানা শাহ ছুফি মোঃ ইয়াছিন (রহঃ) ও পীরে কামিল আলহাজ্ব ছুফি মোঃ খলিলুর রহমান (রহঃ)-এর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ইসলামপুর দরবার শরীফের ৮০তম ইছালে ছাওয়াব মাহফিল আগামী ১৮ ও ১৯ জানুয়ারি (বৃহস্পতি ও শুক্রবার) ফরিদগঞ্জের ইসলামপুর শাহ্ ইয়াছিন (রহঃ) ফাজিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করবেন ফুরফুরা শরীফের পীরে কামিল শাহছুফী আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী আল কুরাইশী। সভাপতিত্ব করবেন দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন-এর সভাপতি আলহাজ্ব এএমএম বাহাউদ্দিন। বয়ান করবেন আলহাজ্ব হযরত মাওলানা নেছার আহমদ, মাওলানা রফিকুল ইসলাম হেলালী, মাওলানা মুফতি শামসুল আলম মোহেব্বী, আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মুনঈম, মাওলানা মুহাম্মদ আমির হোছাইন, আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মাহ্ বুবুর রহমান, আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ বেলাল হোসাইন চিশতি। আরো বহু ওলামায়ে কেরাম তাশরীফ আনিবেন।

উল্লেখ্য, দূর-দূরান্ত থেকে আগত মুসুল্লিয়ান কেরামগণের থাকাণ্ডখাওয়ার সুব্যবস্থা আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়